'সরকার নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করে তুলছে'

  • স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

গণসংযোগে বিএনপি প্রার্থী আবু সুফিয়ান, ছবি: বার্তা২৪

গণসংযোগে বিএনপি প্রার্থী আবু সুফিয়ান, ছবি: বার্তা২৪

আওয়ামী লীগ সরকার ক্রমেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করে তুলছে বলে দাবি করেছেন চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের বিএনপি প্রার্থী আবু সুফিয়ান।

তিনি বলেন, 'সরকার স্বৈরতান্ত্রিক মন-মানসিকতা পরিহার না করলে জনগণ ভোটের মাধ্যমে এর জবাব দিবে।'

বিজ্ঞাপন

বুধবার (২৬ ডিসেম্বর) দুপুর ২ টায় চট্টগ্রাম নগরীর আদালত প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী সমিতির উদ্যোগে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

বিএনপি প্রার্থী সুফিয়ান বলেন, 'প্রথম থেকে নির্বাচনে ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকার প্রচারণায় শেষ সময়ে এসেও বিরোধী দলের নেতা-কর্মীদের হামলা, গ্রেফতারের মাত্রা বাড়িয়ে দিয়েছে। প্রতিদিন দেশের কোথাও না কোথাও বিএনপি নেতা-কর্মীরা হামলা শিকার হচ্ছে। এরপরেও বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখা যাবে না।'

তিনি দেশের বর্তমান সময়কে ক্রান্তিকালে উল্লেখ করে বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করার আহ্বান জানান।

গণসংযোগে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট চট্টগ্রামের আহ্বায়ক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন চৌধুরী, সচিব নাজিম উদ্দিন চৌধুরী, আবদুস সাত্তার, জহুরুল আলম উপস্থিত ছিলেন। এর আগে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দলটির চট্টগ্রাম-৯ (কোতয়ালি) আসনের দলটির কারাবন্দী প্রার্থী ড. শাহাদাতের জন্য গণসংযোগ করেছিল।