সখীপুরের ওসি প্রত্যাহারের দাবি ঐক্যফ্রন্টের

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সখিপুরে ওসি প্রত্যাহারের দাবিতে ঐক্যফ্রন্টের সংবাদ সম্মেলন/ ছবি: বার্তা২৪.কম

সখিপুরে ওসি প্রত্যাহারের দাবিতে ঐক্যফ্রন্টের সংবাদ সম্মেলন/ ছবি: বার্তা২৪.কম

টাঙ্গাইলের সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেনকে প্রত্যাহারের দাবি জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।

শনিবার (২২ ডিসেম্বর) দুপুরে সখীপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানায় দলের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্টের পক্ষে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন মাস্টার লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আগামী ৩০ ডিসেম্বর সংসদ নিবার্চনকে কেন্দ্র করে সখীপুর থানার ওসি মো. আমির হোসেন ধানের শীষ প্রতীকের ঐক্যফ্রন্টের প্রার্থী কুড়ি সিদ্দিকীর সমর্থক ও নেতাকর্মীদের বিরুদ্ধে প্রকাশ্যে নির্যাতনমূলক কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন। মিথ্যা ও হয়রানিমূলক বিভিন্ন পেন্ডিং মামলায় গ্রেফতার করে আদালতে পাঠাচ্ছেন।’

তিনি বলেন, ‘ঐ মামলায় জামিন পেলেও শ্যোন অ্যরেস্ট দেখিয়ে জেল গেটেই পুনরায় গ্রেফতার করাচ্ছেন, যা আইনের বরখেলাপ।’ 

এ সময় জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম, বিএনপির নেতা শেখ মোহাম্মদ হাবিব, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সহ-সভাপতি আলহাজ আবদুস সবুর খান, রফিকুল ইসলাম হায়দারসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।