নির্বাচন কমিশনকে ভুয়া বললেন মির্জা ফখরুল

  • স্টাফ করেসপেন্ডন্ট,বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কুমিল্লার চান্দিনা রেদোয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে মির্জা ফখরুল, ছবি: বার্তা২৪

কুমিল্লার চান্দিনা রেদোয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে মির্জা ফখরুল, ছবি: বার্তা২৪

কুমিল্লার (চান্দিনা) পথসভা থেকে: নির্বাচন কমিশনকে ভুয়া বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, 'এই সরকারও ভুয়া, এই সরকারের নির্বাচন কমিশনও ভুয়া। ভুয়া নির্বাচন কমিশন ও ভুয়া সরকার মিলে গণতন্ত্রকে জবাই করছে।'

বিজ্ঞাপন

বুধবার (১৯ ডিসেম্বর) দুপুরে কুমিল্লার চান্দিনা রেদোয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এক পথসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, 'নির্বাচনের মাধ্যমে জুলুমবাজ সরকারকে পরাজিত করতে হবে। বাংলাদেশের জনগণ এবার ধানের শীষে ভোট দিয়ে দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করবে।'

তিনি আরও বলেন, 'আওয়ামী লীগের কিছু নাই। দেউলিয়া হয়ে গেছে। নির্বাচনে পরাজিত হওয়ার ভয়ে জোর করে মারধর ও নির্যাতন করে আবার ক্ষমতায় আসতে চায়।'

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, 'নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই। জনগণকে বোকা ভাববেন না। জনগণ সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেবে।'

কুমিল্লার ভোটারদের কাছে ভোট চেয়ে তিনি বলেন, 'আপনাদের একটি ভোট খালেদা জিয়াকে মুক্ত করে আনবে। ৩০ ডিসেম্বর ভোট কেন্দ্রে যাবেন, সবাই মিলে ধানের শীষে ভোট দেবেন। এই সরকার বড় চক্রান্তকারী। জনগণের কাছে কোন চক্রান্ত কাজ করবে না।'

এ সময় তিনি বিএনপির ঘোষিত নির্বাচনী ইশতেহারের উল্লেখযোগ্য প্রস্তাবনা কুমিল্লার চান্দিনাবাসীর কাছে তুলে ধরেন।