ঢাকা-১৩: বিএনপি প্রার্থীর পক্ষে মাইকে প্রচারণা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বিএনপির প্রচারণা মাইক, ছবি: বার্তা২৪

বিএনপির প্রচারণা মাইক, ছবি: বার্তা২৪

একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীর ঢাকা-১৩ (মোহাম্মদপুর-আদাবর, শেরে বাংলা নগর) আসনে প্রচারণায় নেমেছে বিএনপি ও ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী আব্দুস সালাম। তারপক্ষে সমর্থকরা আসনের বিভিন্ন জায়গায় মাইকিংয়ে প্রচারণা করছে। ভোট চেয়ে লিফলেটও বিতরণ করছেন।

সরেজমিনে দেখা যায়, সোমবার (১৭ ডিসেম্বর) দুপুরে মোহাম্মদপুরের কাদিরাবাদ হাউজিংয়ে ভেতরের রাস্তায় বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থনে রিকশা করে মাইকে প্রচারণা করা হচ্ছিল।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Dec/17/1545030416161.gif

গুড়িগুড়ি বৃষ্টি থাকায় রিকশার অদূরে দাঁড়িয়েছিল কয়েকজন লোক। এদেরই একজন মহানগর তরুণ দলের সাবেক যুগ্ম সচিব জাফর ইকবাল। তার কাছে জানতে চাইলে বার্তা২৪কে তিনি বলেন, 'আজ ৩টা মাইকে প্রচারণা করা হচ্ছে। ২ টা মোহাম্মদপুরে, ১ টা আদাবরে।'

গত তিনদিন ধরেই প্রচারণা চলছে জানিয়ে তিনি বলেন, 'অনেকটা বাধা বিপত্তির মুখে আমাদের মাইকিং করতে হচ্ছে। আমরা ব্যানার পোস্টার লাগাতে পারছি না। পোস্টার লাগালে ছিঁড়ে ফেলে, ধাওয়া দেয়।'

তার কথার সূত্র ধরে পাশে দাঁড়ানো বিএনপির কর্মী জীবন বলেন, 'গতকাল রাতেও আদাবরে আমাদের পার্টি অফিসে পুলিশ সার্চ করে গেছে।সবসময় সাদা পোশাকে পুলিশের লোক পার্টি অফিসের আশপাশে ঘোরাফেরা করে। আতঙ্কে অনেকেই অআত্মগোপনে আছেন। আমাদের হাইকমান্ডের লিডাররা বেশিরভাগই থানায় আটক।'

জানা গেছে, শনিবার (১৫ই ডিসেম্বর) বিকেল ৩টায় মহিলা দলের নেতা-কর্মী নিয়ে মোহাম্মদপুর কৃষি মার্কেট সংলগ্ন বিহারি ক্যাম্প ও স্টাফ কোয়ার্টারে নির্বাচনী লিফলেট বিতরণ করেছিলেন ধানের শীষের প্রার্থী আব্দুস সালামের স্ত্রী অধ্যাপিকা ফাতেমা সালাম। এ সময় মহিলা দলের নেতাকর্মীরা ভোটারদের কাছে ধানের শীষ মার্কায় ভোট চান তিনি।

আপনাদের প্রার্থী প্রচারণার মাঠে নাই কেন জানতে চাইলে জাফর ইকবাল বলেন, 'কেন নাই সেটা জানি না। উনি নামলে ভালো হত। মান অভিমানের সময় নয় এখন।'