হাতীবান্ধায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি গ্রেফতার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

গ্রেফতার কৃত উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমজাদ হোসেন, ছবি: সংগৃহীত

গ্রেফতার কৃত উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমজাদ হোসেন, ছবি: সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমজাদ হোসেনকে (৫০) নাশকতা মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত (ওসি) ওমর ফরুক এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, 'আমজাদ হোসেনের নামে নাশকতার মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়।'

এর আগে শনিবার (১৫ ডিসেম্বর) মধ্য রাতে ওই উপজেলার গেন্দুকুড়ি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আমজাদ হোসেন উপজেলার গেন্দুকুড়ি গ্রামের মৃত জমসের উদ্দিনের পুত্র। তিনি হাতীবান্ধা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি।

লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বলেন, 'পুলিশ স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমজাদ হোসেনসহ বিএনপির নেতা-কর্মীদের একের পর এক গ্রেফতার করেছে। আমাদের প্রচারে বাধা দিচ্ছে, মাইক ভেঙ্গে দেয়া হচ্ছে, পুলিশকে অভিযোগ করলেও ব্যবস্থা নিচ্ছে না। উল্টো আমাদের হয়রানি করছে।'