তৃণমূল হিসেবে নিজেদের বিবেচনা করুন: খসরু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

জনগণের স্বার্থে নিজেদের নেতা মনে না করে তৃণমূলের কর্মী হিসেবে বিবেচনা করার জন্য দলীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

সরকার শত জুলুম নির্যাতন করেও বিএনপিকে দমাতে পারেনি। আমাদের এখন বেগম খালেদা জিয়া হতে হবে। জনগণের মাঝে নির্বাচনের অধিকার ফিরিয়ে আনতে সর্বোচ্চ ত্যাগ শিকার করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

বিজ্ঞাপন

সোমবার (১১ ডিসেম্বর) নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম-৯ (কোতায়ালী) সংসদীয় আসনের দলটির কারাবন্দী প্রার্থী ড. শাহাদাত হোসেনের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে নগর বিএনপি অনুষ্ঠানের আয়োজন করে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Dec/11/1544539484734.gif

আমির খসরু বলেন, 'সারাদেশে ধানের শীষের জোয়ার সৃষ্টি হয়েছে। হাজার হাজার মানুষ আজ রাস্তায় নেমে এসেছে। বিএনপিকে মানুষ হৃদয় থেকে গ্রহণ করেছে। সরকার অন্যায়ভাবে ডা. শাহাদাত হোসেনকে সরকার কে জেলে বন্দি করে রেখেছে।'

তবে পুলিশ প্রশাসনের হামলা, মামলা ও নির্যাতনকে উপেক্ষা করে তিনি জয়ী হবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান থেকে গ্রেপ্তারকৃত নেতা-কর্মীদের মুক্তির দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।

নগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম সাইফুল আলম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এসময় বিশেষ অতিথি হিসেব কেন্দ্রীয় বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট বদরুল আনোয়ার, সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম, কেন্দ্রীয় শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনসহ প্রমুখ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এরপরে নগরীর জামালখান এলাকায় শাহাদাতের পক্ষে নির্বাচনী গণসংযোগ করা হয়।