দু'দিন পেছালো সোহরাওয়ার্দীতে বিএনপির জনসভা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

 

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার ঘোষণা দিয়েছে বিএনপি।

বিজ্ঞাপন

ঘোষণা অনুযায়ী, শনিবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২ টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে দলটি।

জনসভা সফল করতে বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এর আগে সোমবার (২৪ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) দলের কেন্দ্রীয় কার্যালয় অথবা সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার ঘোষণা দেয় রিজভী আহমেদ। এমনকি সমাবেশের অনুমতি চাওয়া হয়েছে বলেও জানান তিনি।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার অনুমতি পাওয়ার ব‍্যাপারে আশাবাদ ব্যক্ত করেন রিজভী আহমেদ।

তবে কোন ইস্যুতে জনসভা করবে তা দলের পক্ষ থেকে স্পষ্ট করা হয়নি। জাতীয় ঐক্য প্রক্রিয়া ও যুক্তফ্রন্টের নেতাকর্মীদের জনসভায় আমন্ত্রণ জানানো হবে কিনা জানতে চাইলে রিজভী আহমেদ বলেন, এটা শুধু বিএনপির জনসভা। 

কর্মসূচি ঘোষণার একদিন বাদেই সিদ্ধান্ত পরিবর্তন করলো দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা রাজনৈতিক দল বিএনপি। বৃহস্পতিবারের (২৭ সেপ্টেম্বর) পরিবর্তে দলীয় কর্মসূচি শনিবার (২৯ সেপ্টেম্বর)।

বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে জনসভা সফল করার জন্য আহবান জানানো হলো।