কারাগারে খালেদার আইনজীবীরা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগার।

নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগার।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে কারাগারে প্রবেশ করেছেন তার আইনজীবীরা।

শুক্রবার ( ৭ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় খালেদা জিয়ার আইনজীবীরা নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারে প্রবেশ করেন।

বিজ্ঞাপন

খালেদা জিয়ার আইনজীবী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল কারাগারে যান।

এর মধ্যে রয়েছেন অ‍্যাডভোকেট জয়নাল আবেদীন, এ জে মোহাম্মদ আলী ও আব্দুর রাজ্জাক খান।