সিডনিতে ‘সংজ্ঞায়িত পরিচয়’ নাটকের যাত্রা শুরু

  • বিনোদন ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

‘সংজ্ঞায়িত পরিচয়’ নাটকের একটি দৃশ্য, ছবি: সংগৃহীত

‘সংজ্ঞায়িত পরিচয়’ নাটকের একটি দৃশ্য, ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি লেখক ও নাট্যকার নাইম আবদুল্লাহ’র কাহিনী ও সংলাপে এম রহমুতুল্লাহ’র প্রযোজনায় নির্মিত হচ্ছে বাংলা নাটক ‘সংজ্ঞায়িত পরিচয়’। ১৫ সেপ্টেম্বর (রবিবার) সিডনির স্থানীয় একটি রেস্টুরেন্টে নাটকটির শুটিং শুরু হয়েছে।

নাটকটির পরিচালক কাইউম জানান, সিডনির অপেরা হাউজ, হারবার ব্রিজ, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন দর্শনীয় স্থান সহ রেস্টুরেন্ট ও ইনডোর লোকেশনে নাটকটির চিত্রায়ন হবে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, স্থানীয় প্রবাসীরা এই নাটকটিতে অভিনয় করছেন। আবহ সঙ্গীতে কণ্ঠ দিয়েছেন প্রবাসী সঙ্গীত শিল্পীরুহুল আমিন।নাটকটি স্থানীয় ও দেশের টিভি চ্যানেলের জন্য নির্মিত হচ্ছে।

সিডনিতে ‘সংজ্ঞায়িত পরিচয়’ নাটকের যাত্রা শুরু

নাট্যকার নাইম আবদুল্লাহ জানান, দুই যুগ পরে দেশ থেকে আসা একজন বাবা তার মেয়ে ও স্ত্রীকে খুজতে আসার ঘটনা, পারিবারিক বন্ধন ও টানাপোড়ন নাটকটিতে ফুটিয়ে তোলা হয়েছে।

নাটকটিতে অভিনয় করেছেন, রহমতউল্লাহ, মেরিনা জাহান, নুসরাত জাহান স্মৃতি, মোঃ কাইউম, সৈয়দ আজীম চঞ্চল, মুনিরা কাইউম ও সামিদ কাইউম সহ বেশ কয়েক জন প্রবাসী বাংলাদেশি।