চা বাগানের অপরূপ নিসর্গে কৃষক-কৃষাণীদের খেলাধুলা

  • বিনোদন ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

‘কৃষকের ঈদ আনন্দ’ দৃশ্য

‘কৃষকের ঈদ আনন্দ’ দৃশ্য

ফার্মারস গেম শো ‘কৃষকের ঈদ আনন্দ’-এ প্রতিবারের মতো এবারও থাকছে গ্রামের কৃষক-কৃষাণীদের নিয়ে চমকপ্রদ সব খেলা। সঙ্গে থাকছে দেশ-বিদেশের নানান বিষয় নিয়ে বৈচিত্রপূর্ণ প্রতিবেদন।

এবারের পর্বটি ধারণ করা হয়েছে মৌলভীবাজার জেলার কুলাউড়ায় চা বাগানে।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/06/1565080084140.jpgচা পাতা যেমন নিরাকার পানিকে নিমেষে দেয় রঙিন চনমনে এক রং, চা-এর দেশের প্রকৃতি আর মানুষ তেমনি বর্ণিল। চা বাগানের অপরূপ নিসর্গের মাঝে তারা মেতে উঠেছিল অনাবিল আনন্দের খেলাধুলায়।

বিজ্ঞাপন

কৃষক, কৃষাণী আর প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এবারের কৃষকের ঈদ আনন্দ পেয়েছে অন্য রূপ।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/06/1565080105002.jpgশাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় ‘কৃষকের ঈদ আনন্দ’ ঈদের পরদিন বিকেল সাড়ে ৪টায় চ্যানেল আইতে প্রচারিত হবে।