শফিকুলের অভিষেক

  • বিনোদন ডেস্ক, বার্তাটোয়েন্টফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শফিকুল ইসলাম

শফিকুল ইসলাম

চ্যানেল আই আয়োজিত ‘গানের রাজা’ প্রতিযোগিতার অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী শফিকুল ইসলাম। শনিবার (৩ আগস্ট) ফোক ঘরানার এই কিশোরকণ্ঠের অভিষেক হলো গান বাজারে।

এদিন বিকেলে সিএমভির ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হলো ইমরান ফিচারিং শফিকুলের প্রথম মৌলিক গান ‘ভাবতে ঘেন্না লাগে’র ভিডিও।

বিজ্ঞাপন

 

যে গানের গল্পনির্ভর ভিডিওতে প্রথমবারের মতো মডেল হয়েছেন দেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু।

গানটির গল্পে দেখা যাবে, মৃত্যু আর বিয়ের অসাধারণ এক হৃদয়গ্রাহী ঘটনা।

লোক আঙ্গিকের এই গানটির কথা লিখেছেন স্নোহাশীষ ঘোষ। সুর-সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল।

অন্যদিকে ফজলুর রহমান বাবুকে মডেল করে ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত রেজা। এর বিভিন্ন দৃশ্যে আরও দেখা যাচ্ছে শিল্পী ইমরান মাহমুদুল ও শফিকুল এবং মডেল সারিকা সাবাহ ও বাঁধনকে।

গানটি প্রসঙ্গে ইমরান মাহমুদুল বলেন, “প্রতিযোগিতার দিনগুলোতে শফিকুলের মধ্যে সম্ভাবনা দেখেছি। ওর কণ্ঠে যে ধরনের গান মানায়, প্রতিযোগিতায় সে যে ধরনের গান গেয়েছে, তেমনই একটি গান তৈরি করেছি। যেমনটা চেয়েছিলাম, ও তেমনই গেয়েছে। আমি তো বলব, গানটি শ্রোতাপ্রিয়তা পাবে।”

‘ভাবতে ঘেন্না লাগে’ গানটি প্রসঙ্গে শফিকুল বলেন, ‘আমার বিচারক ইমরান মাহমুদুলের সুরে গাইতে পেরেছি, খুব ভালো লাগছে। আমি ভাগ্যবান। ভিডিওটিও অনেক ভালো হয়েছে।’