বাংলাদেশের জয়ে তারকাদের উল্লাস

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ ক্রিকেট দলের জয়ে তারকাদের উল্লাস

বাংলাদেশ ক্রিকেট দলের জয়ে তারকাদের উল্লাস

বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩২১ রানের বিশাল পাহাড় টপকে বাংলাদেশ ম্যাচ জিতলো ৭ উইকেটে! সোমবার (১৭ জুন) রাতে টাইগারদের এই জয়ে সাধারণ মানুষের পাশাপাশি উল্লাস প্রকাশ করেছেন তারকারাও। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট দলকে শুভকামনা জানিয়েছেন তারা।

বিজ্ঞাপন

বাংলাদেশ ক্রিকেট দলের জয়ে সুবর্ণা মুস্তাফা লিখেছেন- বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ...হালুমমমমম।

বিজ্ঞাপন

অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন- অভিনন্দন সাকিব আল হাসান....পূর্ণ করলেন ৬০০০ রান...ভরসা থাকুক সাকিবে....মান সম্মান থাকিবে....।

বাংলাদেশ ক্রিকেট দলকে শুভকামনা জানিয়ে জনপ্রিয় অভিনেতা শাকিব খান লিখেছেন- “Congratulations Bangladesh Cricket: The Tigers.. বাঘের গর্জন আরও একবার দেখলো বিশ্ববাসী। ইংল্যান্ডের মাটিতে টাইগারদের এ জয়ে গোটা দেশের মানুষ গর্বিত। বিশ্বকাপে সাফল্যের কাঙ্ক্ষিত #পাসওয়ার্ড ধরা দিক টাইগারদের কাছে।” সেই সঙ্গে সাকিব আল হাসানের সঙ্গে তোলা একটি ছবিও শেয়ার করেছেন তিনি।>

সাকিবের প্রশংসা করে গায়িকা কোনাল তার ফেসবুক পেজে লিখেছেন- উফফফফ এই সাকিব নামের ছেলেগুলা এমন হয় কেন। অভিনন্দন বাংলাদেশ। সাকিব-লিটন ইউ আর love। জয়য়য়য়য়য় বাংলা।

অভিনেত্রী বুবলি লিখেছেন- Congratulations Bangladesh Cricket Team: The Tigers...

বাংলাদেশ ক্রিকেট দলকে শুভকামনা জানিয়ে সংগীতশিল্পী ইমরান মাহমুদুল লিখেছেন- ‘অল দ্য বেস্ট বাংলাদেশ।’

বাংলাদেশ দলের খেলার একটি ছবি শেয়ার করে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা শুভকামনা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলকে।

মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন- ১৩ ঘণ্টার জার্নির পর এর চাইতে আর কোনো ভালো খবর হতে পারে না। সাবাশ বাংলাদেশ ক্রিকেট দল।

অভিনেত্রী ববি হক লিখেছেন- Congratulations Bangladesh Cricket: The Tigers. We Are So Proud Of You Shakib Al Hasan.