চলে গেলেন অভিনেতা সালেহ আহমেদ

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অভিনেতা সালেহ আহমেদ, পুরনো ছবি

অভিনেতা সালেহ আহমেদ, পুরনো ছবি

গুণী অভিনেতা সালেহ আহমেদ আর নেই। বুধবার (২৪ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন সালেহ আহমেদ। সপ্তাহ খানেক আগে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে অবস্থার অবনতি হলে সিসিইউতে রাখা হয় তাকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

গত জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসার জন্য সঞ্চয়ীপত্র হিসেবে ২৫ লাখ টাকা দেন সালেহ আহমেদকে। কিন্তু শেষ রক্ষা আর হলো না।

বগুড়ার সারিয়াকান্দিতে সালেহ আহমেদের জন্ম। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে চাকরির পাশাপাশি ময়মনসিংহে অমরাবতী নাট্যমঞ্চের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। স্বাধীনতার আগে টিভি নাটকে নিয়মিত দেখা যেতো তাকে।

১৯৯১ সালে চাকরি থেকে অবসরে যাওয়ার পর হুমায়ূন আহমেদের নাটকে ও চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। ধারাবাহিক নাটক ‘অয়োময়’ ও ‘আগুনের পরশমণি’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জগতে তার দাপুটে পদচারণা শুরু হয়। অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন ‘স্বাধীনতা পদক’।