‘খনা’র ৬৯তম মঞ্চায়ন

  • বিনোদন ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

‘খনা’ নাটকের দৃশ্য

‘খনা’ নাটকের দৃশ্য

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে গত ৪ এপ্রিল থেকে শুরু হয়েছে সৈয়দ বদরুদ্দিন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা-২০১৯। উৎসবের সমাপনী অনুষ্ঠান হবে আগামী ১১ এপ্রিল।

এবারের নাট্যোৎসবে মঞ্চায়নের তালিকায় রয়েছে ২০টি নাটক। এরমধ্যে বুধবার (১০ এপ্রিল) জাতীয় নাট্যশলায় সন্ধ্যা ৭টায় মঞ্চায় হবে ‘বটতলা’ নাট্যদলের নাটক ‘খনা’র ৬৯তম প্রযোজনা।

বিজ্ঞাপন

‘খনা’ নাটকটি এরইমধ্যে দেশ এবং দেশের বাইরের বিভিন্ন জায়গায় মঞ্চস্থ হয়েছে ও দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Apr/09/1554818079417.jpg

নাটকটি রচনা করেছেন সামিনা লুৎফা নিত্রা ও নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার।