ইউটিউবে কোরিয়ার চার তরুণীর ব্যান্ডের রেকর্ড

  • বিনোদন ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

ব্ল্যাকপিঙ্ক ব্যান্ডদল

ব্ল্যাকপিঙ্ক ব্যান্ডদল

দক্ষিণ কোরিয়ার চার তরুণীর পপ ব্যান্ড ব্ল্যাকপিঙ্ক এখন দুনিয়া মাতাচ্ছেন। তাদের নতুন গান ‘কিল দিস লাভ’-এর মিউজিক ভিডিও ইউটিউবে মাত্র দুই দিন ১৪ ঘণ্টায় দেখা হয়েছে ১০ কোটি বার। এর মাধ্যমে দ্রুততম সময়ে এমন মাইলফলক ছোঁয়ার রেকর্ড গড়লো ব্যান্ডটি।

এতদিন দ্রুততম সময়ে ১০ কোটি বার দেখা হয়েছে এমন গানের তালিকার শীর্ষে ছিল ‘গ্যাংনাম স্টাইল’ খ্যাত দক্ষিণ কোরিয়ার র‌্যাপার সাইয়ের ‘জেন্টেলম্যান’। তার স্বদেশি চার তরুণী এবার সেই জায়গা দখল করলেন।

বিজ্ঞাপন

 

‘কিল দিস লাভ’ আরও একটি রেকর্ড গড়েছে। মুক্তির প্রথম ২৪ ঘণ্টায় এটি দেখা হয়েছে ৫ কোটি ৬৭ লাখ বার। এর আগে আরিয়ানা গ্র্যান্ডের ‘থ্যাঙ্ক ইউ, নেক্সট’ মুক্তির প্রথম দিনে ৫ কোটি ৫৪ লাখ ভিউ পাওয়ায় রেকর্ড গড়েছিল।

২০১৬ সালে ব্ল্যাঙ্কপিঙ্ক ব্যান্ড গড়ে ওঠে। একই বছরের আগস্টে বাজারে আসে তাদের প্রথম অ্যালবাম ‘স্কয়ার ওয়ান’। মেয়েদের দলটির চার গায়িকা হলেন জিসু, জেনি, রোজ ও লিসা।