ঈদের নাটক ‘আইজু দা ভাই’

  • বিনোদন ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

‘আইজু দা ভাই’ নাটকের দৃশ্য

‘আইজু দা ভাই’ নাটকের দৃশ্য

রোজার ঈদ আসতে এখনও তিন মাস বাকি। এরই মধ্যে ঈদুল ফিতরের জন্য নাটক নির্মাণ শুরু হয়েছে। দীপ্ত টিভি একটি নাটক চূড়ান্ত করে ফেলেছে। এর নাম ‘আইজু দা ভাই’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন। তার সঙ্গে আছেন উর্মিলা শ্রাবন্তী কর।

গল্পে দেখা যাবে, পুরান ঢাকা বনেদি সন্তান আইজুর দুটি স্বপ্ন। এক, তার এলাকায় কোনও ভিক্ষুক থাকবে না। দুই, সবাই সারাজীবন ভাই ডেকে যাবে তাকে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Apr/04/1554359018117.jpg

বিজ্ঞাপন

এলাকায় একদিন লাইলি নামের এক অপরূপা ছদ্মবেশি ভিক্ষুক হাজির হয়। তখন আইজু ভাইয়ের দুটো স্বপ্নই ভেঙে চুরমার হয়ে যায়। তার সামনে একটাই পথ, ‘ভাইগিরি’ বজায় রাখার চেষ্টা করা। নয়তো লাইলির কারণে বাকি জীবনটা ‘জাতীয় আঙ্কেল’ হয়েই কাটাতে হবে তাকে।

নাটকটি লিখেছেন ওয়াহিদুজ্জামান সবুজ ও আসফিদুল হক। পরিচালনা করেছেন ফিরোজ কবির ডলার। দীপ্ত টিভির ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে ‘আইজু দা ভাই’।