শাহনাজ রহমতউল্লাহ স্মরণে ‘দৃষ্টির সীমানায়’

  • বিনোদন ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

শাহনাজ রহমতউল্লাহ

শাহনাজ রহমতউল্লাহ

সদ্যপ্রয়াত কিংবদন্তি কণ্ঠশিল্পী শাহনাজ রহমতউল্লাহ অনেক কালজয়ী গান রেখে গেছেন। এরই একটি ‘যে ছিল দৃষ্টির সীমানায়’। তিনি আর আমাদের দৃষ্টির সীমানায় নেই। চলে গেছেন ওপারে।

শাহনাজ রহমতউল্লাহ স্মরণে বিশেষ সংগীতানুষ্ঠান আয়োজন করেছে বেসরকারি চ্যানেল এসএ টিভি। এর নাম ‘দৃষ্টির সীমানায়’। এতে তার গানগুলো গেয়ে শোনাবেন দিনাত জাহান মুন্নী ও অনুপমা মুক্তি।

বিজ্ঞাপন

অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন হাসান আবিদুর রেজা জুয়েল। এসএ টিভিতে আগামী ৩০ মার্চ রাত ১১টায় সরাসরি সম্প্রচার করা হবে ‘দৃষ্টির সীমানায়’।

গত ২৩ মার্চ রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর বারিধারায় নিজের বাসায় হার্ট অ্যাটাকে মারা যান শাহনাজ রহমতউল্লাহ। তার বয়স হয়েছিল ৬৫ বছর। ১৯৯২ সালে একুশে পদক, ১৯৯০ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ২০১৩ সালে সিটি ব্যাংক থেকে গুণীজন সংবর্ধনা ও ২০১৬ সালে ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা পান তিনি।