‘ইত্যাদি’ এবার সাগরকন্যা কুয়াকাটায়

  • বিনোদন ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, পর্যটনশিল্প সমৃদ্ধ ও প্রাচীন নিদর্শনে ধন্য দেশের বিভিন্ন স্থানে ‘ইত্যাদি’ ধারণের ধারাবাহিকতায় এবারের পর্ব ধারণ করা হয়েছে পটুয়াখালী জেলার নৈসর্গিক লীলাভূমি সাগরকন্যা কুয়াকাটায়।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Mar/11/1552321717457.jpg

এদিকে, সবসময় রাতের আলোকিত মঞ্চে ‘ইত্যাদি’ ধারণ করা হলেও কুয়াকাটার প্রাকৃতিক রূপ, সাগরের জলের ঢেউ রাতের বেলায় দেখানো সম্ভব নয় বলে গোধূলি লগ্নে ধারণ করা হয়েছে এবারের পর্ব।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Mar/11/1552321735165.jpg

বিজ্ঞাপন

শুক্রবার (২৯ মার্চ) রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার করা হবে ‘ইত্যাদি’। এটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।