সৃজিতের ছবিতে নোবেলের প্লে-ব্যাক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাঁ থেকে মাঈনুল আহসান নোবেল ও সৃজিত মুখার্জি / ছবি: সংগৃহীত

বাঁ থেকে মাঈনুল আহসান নোবেল ও সৃজিত মুখার্জি / ছবি: সংগৃহীত

মাঈনুল আহসান নোবেলের গান মানেই আলোচনা। সম্প্রতি তিনি ভারতের জি বাংলা টেলিভিশনের সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’তে গান গেয়ে জনপ্রিয় হয়ে উঠেছেন এপার-ওপার দুই বাংলায়।

এবার গান গাইলেন কলকাতার একটি চলচ্চিত্রে। আর এ চলচ্চিত্রের মধ্যে দিয়েই প্লে-ব্যাকে তার অভিষেক। নির্মাতা সৃজিত মুখার্জির পরিচালনায় ‘ভিঞ্চি দা’ নামে একটি সিনেমায় গান করবেন নোবেল। সম্প্রতি গানটির রেকর্ড শেষ হয়েছে। এমনটাই জানালেন গায়ক নোবেল।

বিজ্ঞাপন

নোবেল তার অফিসিয়াল ফেসবুক পেজে অনুপম রায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘অতঃপর শেষ হলো গানটির রেকর্ডিং। আগামী ৩১ মার্চ রিলিজ হচ্ছে গানটি। এটিই আমার জীবনের প্রথম প্লেব্যাক, গানের নাম তোমার মনের ভেতর! সুর এবং কথা অনুপম রায়! টালিউডের সবচেয়ে বড় প্রোডাকশন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস-এর ব্যানারে সৃজিত মুখার্জির পরিচালনায় এ বছরের সবচেয়ে থ্রিলিং ‘ভিঞ্চি দা’ সিনেমার একটি অন্যতম গান হতে যাচ্ছে এটি!’

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Mar/11/1552302426046.jpg

বিজ্ঞাপন

‘সা রে গা মা পা’তে নোবেল রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, গজল, দেশের গান ছাড়াও বাংলা ব্যান্ড সংগীতের গান গেয়ে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছেন।