অবন্তির অশ্রুসিক্ত বিদায়!

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অবন্তি সিঁথি, ছবি: সংগৃহীত

অবন্তি সিঁথি, ছবি: সংগৃহীত

কাপ বাজিয়ে গান গেয়ে বেশ আলোচনায় আসেন বাংলাদেশের মেয়ে অবন্তি সিঁথি। ইতোমধ্যে তার গাওয়া গান ‘কাপ সং’ হিসেবে আলোচনায় উঠে এসেছে। আর এই কাপ সং–ই তাকে নিয়ে যায় কলকাতার সংগীত বিষয়ক টিভি চ্যানেলের জনপ্রিয় অনুষ্ঠান ‘সা রে গা মা পা’ তে। সেখানে যেয়েও বেশ আলোচনায় আসেন অবন্তি।

কিন্তু রোববার (২৪ ফেব্রুয়ারি) রাতে ‘সা রে গা মা পা’র মঞ্চ থেকে অশ্রুসিক্ত চোখ নিয়ে বিদায় নিতে হলো অবন্তিকে।

বিজ্ঞাপন

রোববার ছিল প্রতিযোগিতাটির তিন প্রতিযোগীর টিকে থাকার লড়াই। ভাগ্যর সঙ্গে লড়াই করে শেষ সহায় হলো না অবন্তির। অবশেষে বিদায় নিতে হলো তাকে।

এই পর্বে তিনি প্রয়াত শিল্পী বারী সিদ্দীকীর ‘আমি একটা জিন্দা লাশ’ গানটি গান। কিন্তু গানটি কারও নজরে আসে নি তাইতো বাদ পড়ার পর তার চোখ ছিল ছল ছল।

‘সা রে গা মা পা’ থেকে বিদায় নেওয়ার সময় আবেগপ্রবণ হয়ে অবন্তি বলেন, 'এই মঞ্চটাকে অনেক মিস করব। এখানে অনেক ভালো বন্ধু পেয়েছি। সবাইকে মিস করব। সবার সঙ্গে থেকে অনেক কিছু শিখেছি ও জেনেছি।'

এর আগে কিশোর কুমারের ‘আকাশ কেন ডাকে’ গানের সঙ্গে শিষ ও চায়ের কাপ বাজিয়ে চমক দেখান অবন্তি। পরে গানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পাদপ্রদীপের আলোয় আসেন তিনি।