মুচলেকা দিয়ে ছাড়া পেলেন সানাই

  • স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অভিনেত্রী সানাই মাহবুব সুপ্রভা, ছবি: সংগৃহীত

অভিনেত্রী সানাই মাহবুব সুপ্রভা, ছবি: সংগৃহীত

ইন্টারনেটে অপেশাদার এবং অপ্রাসঙ্গিক ভিডিও ছড়াবে না বলে মুচলেকা দেয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে অভিনেত্রী সানাই মাহবুব সুপ্রভাকে।

এর আগে রোববার (১৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে ইন্টারনেটে অপেশাদার এবং অপ্রাসঙ্গিক ভিডিও ছড়ানোর অভিযোগে অভিনেত্রী সানাই মাহবুব সুপ্রভাকে সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ জিজ্ঞাসাবাদের জন্য তাদের অফিসে নিয়ে এসেছিল। পরে আবার তাকে বিকেলের দিকে ছেড়ে দেওয়া হয়।

বিজ্ঞাপন

ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার নাজমুল ইসলাম বার্ত২৪.কম-কে বলেন, 'ইন্টারনেটে অপেশাদার এবং অপ্রাসঙ্গিক ভিডিও ছড়ানোর অভিযোগে অভিনেত্রী সানাই মাহবুব সুপ্রভাকে আমাদের অফিসে নিয়ে আসা হয়েছিল। পরে সানাই তার ভিডিও গুলোর জন্য জাতির কাছে ক্ষমা চেয়েছে এবং সে সব ভিডিও মুছে ফেলতে সম্মত হয়েছে।'

তিনি বলেন, 'সে মুচলেকা দিয়েছে যে, কখনো আর এ ধরনের ভিডিও বানাবে না বা ছড়াবে না। সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ তার কর্মকাণ্ডের ওপর নজর রাখবে। যে তার মুচলেকার বাইরে কিছু করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।'

বিজ্ঞাপন