হুয়াওয়ে’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ঐশী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল ফেরদৌস ঐশী / ছবি: বার্তা২৪

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল ফেরদৌস ঐশী / ছবি: বার্তা২৪

চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’ জান্নাতুল ফেরদৌস ঐশী। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটি তাকে বাংলাদেশের পণ্যদূত হিসেবে ঘোষণা করে।

হুয়াওয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন থেকে হুয়াওয়ের বিজ্ঞাপনে দেখা যাবে ঐশীকে। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন প্রচার কার্যক্রমে কাজ করবেন তিনি।

বৃহস্পতিবার যমুনা ফিউচার পার্কের সেন্টার কোর্ট প্রাঙ্গণে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে হুয়াওয়ে ওয়াই সেভেন প্রো ২০১৯-এর বিক্রি ও ভ্যালেন্টাইন ডে উদ্‌যাপন করা হয়। আর সেখানেই প্রোডাক্ট অ্যাম্বাসেডর হিসেবে ঐশীর নাম ঘোষণা করে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন

এ বিষয়ে ঐশী জানান, হুয়াওয়ে সঙ্গে যুক্ত হতে পেরে তিনি আনন্দিত। হুয়াওয়ের সঙ্গে দর্শক ও ফ্যানদের ভাল কাজ উপহার দিতে পারবেন তিনি।

জান্নাতুল ফেরদৌস ঐশী ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’ প্রতিযোগিতায় সেরা হিসেবে নির্বাচিত হন। এ ছাড়া তিনি ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় শীর্ষ ৩০-এ জায়গা করে নেন।