‘মিস কালচার ওয়ার্ল্ডওয়াইড’ মুকুট জিতলেন বাংলাদেশের তরুণী

  • বিনোদন ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

প্রিয়তা ফারেলিন ইফতেখার

প্রিয়তা ফারেলিন ইফতেখার

বাংলাদেশ পর্যটন করপোরেশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর প্রিয়তা ফারেলিন ইফতেখার উজ্জ্বল করলেন বাংলাদেশের মুখ। ‘মিস কালচার ওয়ার্ল্ডওয়াইড’ প্রতিযোগিতার মুকুট জিতেছেন তিনি। গত ১৬ ডিসেম্বর জিম্বাবুয়ের হারারাতে বোরোডেল ব্রুকে অবস্থিত ম্যাজেস্টিক হাই প্লেস ম্যানরে এর ফাইনাল অনুষ্ঠিত হয়। বিজয় দিবসে বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনলেন তিনি।

‘মিস কালচার ওয়ার্ল্ডওয়াইড’ প্রতিযোগিতায় ৪৯ জন সুন্দরীকে হটিয়ে সেরার স্বীকৃতি পেয়েছেন প্রিয়তা ইফতেখার। ‘পতাকা কন্যা’ হিসেবে তার আলাদা পরিচিতি আছে।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Dec/23/1545559869897.jpg

বিজ্ঞাপন

লাল-সবুজ পতাকা নিয়ে বিশ্বের ৫০টি দেশে বেড়ানোর স্বপ্ন দেখেন তিনি। বাংলাদেশি পাসপোর্টকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর পাসপোর্ট হিসেবে দেখার ইচ্ছে তার। এছাড়া দুর্বল পাসপোর্টধারী দেশের নারীদের জন্য বিভিন্ন দেশে ভ্রমণ সহজতর করার লক্ষ্যে আছেন তিনি।

‘মিস কালচার ওয়ার্ল্ডওয়াইড’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন জাম্বিয়ার ফেইথ মুকোনকো, দ্বিতীয় রানারআপ জিম্বাবুয়ের ওয়েন্ডি মাতুরি। মিস পার্সোনালিটি পুরস্কার পেয়েছেন রাশিয়ার আনা কিরিলিনা। ডেস্টিনেশন মার্কেটিং অ্যাম্বাসেডর হয়েছেন রুয়ান্ডার ম্যারি ওথেন্স উয়াকু।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Dec/23/1545559888712.jpg

বিজ্ঞাপন

এবারই প্রথম ‘মিস কালচার ওয়ার্ল্ডওয়াইড’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। এর আয়োজন করে ডেস্টিনেশন মার্কেটিং ইন্টারন্যাশনাল। আন্তর্জাতিক অঙ্গনে জিম্বাবুয়ের পর্যটন খাতের বিকাশে ভূমিকা রাখাই তাদের লক্ষ্য।

এ বছরের জানুয়ারিতে মিস ট্যুরিজম ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন প্রিয়তা ইফতেখার। তার রোল মডেল নানি নূরজাহান বেগম। তিনিই দেশের প্রথম নারী সাংবাদিক।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Dec/23/1545559907308.jpg