কে যাচ্ছে চীনদেশ? সিদ্ধান্ত আজই..

  • স্টাফ করেসপন্ডেন্ট
  • |
  • Font increase
  • Font Decrease

তারিনের সঙ্গে সেরা দশ

তারিনের সঙ্গে সেরা দশ

চলছে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের দ্বিতীয় আসর।

তাও প্রায় শেষ পর্যায়ে।

আজই (৩০ সেপ্টেম্বর ২০১৮) গ্র্যান্ড ফাইনাল।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Sep/30/1538277656285.jpg

অনুষ্ঠিত হবে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটির রাজদর্শন হলে।

বিজ্ঞাপন

এখানে মুকুট উঠবে যার মাথায়, সে উড়ে যাবে চীন দেশে, আগামী ৭ ডিসেম্বর।

সেখানেই অনুষ্ঠিত হবে মিস ওয়ার্ল্ডের এবারের আসর।

মোট দশজন প্রতিযোগী অংশগ্রহণ করবে আজকের ফাইনালে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Sep/30/1538277683948.jpg

কারা তারা?

  • নিশাত নাওয়ার সালওয়া
  • মনজিরা বাশার
  • ইশরাত জাহান সাবরিন
  • স্মিতা টুম্পা বাড়ৈ
  • আফরিন সুলতানা লাবণী
  • সুমনা নাথ অনন্যা
  • নাজিবা বুশরা
  • জান্নাতুল মাওয়া
  • শিরীন শিলা
  • জান্নাতুল ফেরদৌস ঐশী

আয়োজক অন্তর শোবিজ জানাচ্ছে-

গুলশান ২ এর নবনির্মিত পাঁচ তারকা হোটেল রয়্যাল প্যারাডাইস-এ সেরা ১০ প্রতিযোগীর গ্রুমিং শেষ হয়েছে এর মধ্যেই। ফাইনালের চূড়ান্ত মঞ্চ কাঁপাতে প্রস্তুত তারা।

ডিজে সনিকা ও আরজে নিরবের উপস্থাপনায় এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা’র রাজদর্শন হল থেকে।

টিভি পর্দায় পারফর্ম করতে দেখা যাবে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের প্রথম আসরের ফাইনালিস্ট কয়েকজনকেও।

মিস ওয়ার্ল্ড বাংলাদেশের এই দ্বিতীয় আসরের বিচারক যারাঃ

  • শুভ্রদেব (জনপ্রিয় কন্ঠশিল্পী)
  • তারিন (মডেল ও অভিনেত্রী)
  • খালেদ সুজন (মডেল ও অভিনেতা)
  • ইমি (মডেল)
  • ফারাবী (ব্যরিস্টার)

ফাইনালের আইকন বিচারক হিসেবে থাকছেনঃ

  • শাফিন আহমেদ (মাইলস ব্যান্ড)
  • হামিন আহমেদ (মাইলস ব্যান্ড)
  • আনিসুল ইসলাম হিরু

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Sep/30/1538277729250.jpg

আজকের অনুষ্ঠান শেষে বিজয়ী যে হবেন, তার হাতে সময় থাকবে প্রায় তিনমাস, মূল পর্বে অংশগ্রহণের প্রস্তুতির জন্য।

এই তিনমাস তাকে হাতে-কলমে শেখাবেন বিশ্বখ্যাত গ্রুমার নয়নিকা চ্যাটার্জী।

তার হাতেই একাধিক প্রতিযোগী বিশ্বসুন্দরীর মুকুট জিতেছেন সেই ১৯৯৬ থেকে।