স্মার্টওয়াচে পাঞ্চহোল ক্যামেরা!

  • টেক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

গুগলের স্মার্টওয়াচে পাঞ্চহোল ক্যামেরা, ছবি: (প্রতীকী)

গুগলের স্মার্টওয়াচে পাঞ্চহোল ক্যামেরা, ছবি: (প্রতীকী)

স্মার্টফোনে নচ ডিসপ্লে, ওয়াটারড্রপ এবং পাঞ্চহোল ক্যামেরা ডিজাইন বেশ জনপ্রিয়তা লাভ করেছে। কিন্তু গুগলের স্মার্টফোন নয় স্মার্টওয়াচে পাঞ্চহোল ক্যামেরা যুক্ত করার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।

দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ সালের দিকে গুগল ওয়াচের মাঝখানে ক্যামেরা যুক্ত করার পরিকল্পনা করেছিল। ফাঁস হওয়া এই প্যাটেন্টের শিরোনাম ‘ক্যামেরা ওয়াচ’ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

২০১৩ সালে স্মার্টওয়াচে প্রথম ক্যামেরা যুক্ত করে স্যামসাং। তবে তাদের বর্তমান প্রোডাক্ট এবং অন্যান্য স্মার্ট ওয়াচ নির্মাতারা এখন ক্যামেরা যুক্ত করছেন না। কারণ ঘড়িতে যে স্থানে ক্যামেরা সেট করা হয় তা দিয়ে ছবি তুলতে গেলে অনেক বিড়ম্বনায় পড়তে হয়।

তবে গুগলের স্মার্টওয়াচে কেন্দ্রবিন্দুতে পাঞ্চহোল ক্যামেরা যুক্ত করা হতে পারে। ধারণা করা হচ্ছে, যা খুব সহজেই পরিচালনা করা যাবে।

বিজ্ঞাপন

গতবছর গুগলের পিক্সেল ওয়াচ বাজারে ছাড়া কথা ছিল। কিন্তু গুগল কর্তৃপক্ষ জানায় তা বাজারজাতকরণের জন্য এখনও তৈরি নয়। সম্প্রতি স্মার্টওয়াচ তৈরি করতে স্বনামধন্য ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফসিলের সঙ্গে কাজ করছে।