নিরাপত্তা গবেষকদের জন্য বিশেষ আইফোন

  • টেক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

গবেষকদের জন্য বিশেষ আইফোন, ছবি: সংগৃহীত

গবেষকদের জন্য বিশেষ আইফোন, ছবি: সংগৃহীত

অ্যাপেলের আইওএস অপারেটিং সিস্টেমে নিরাপত্তা ত্রুটি খুঁজে বের করতে নিরাপত্তা গবেষকদের জন্য বিশেষ ধরনের আইফোন দেওয়ার পরিকল্পনা করছে এই মার্কিন টেক জায়ান্ট।
বিশেষভাবে তৈরি এ ডিভাইসগুলো থেকে গবেষকরা সরাসরি অ্যাপেলের বাগ বাউন্টি প্রোগ্রামের মাধ্যমে ত্রুটি সম্পর্কে জানাতে পারবে।

তিন বছর আগে ব্ল্যাক হ্যাট শিরোনামের এক অধিবেশনে অ্যাপেল প্রথম এই বাগ বাউন্টি প্রোগ্রাম কার্যক্রম চালু করেছে। আজ ঠিক তিন বছর পরে একই অনুষ্ঠানে অ্যাপেল তাদের ডিভাইসে বাগ খুঁজে বের করতে গবেষকদের জন্য বিশেষ আইফোন সরবরাহ করার কথা জানিয়েছে।

বিজ্ঞাপন

অ্যাপেল আইওএস সিকিউরিটি রিসার্চ ডিভাইস প্রোগ্রাম গবেষকদের কাছে থাকবে। যেখানে হাই কোয়ালিটি রিসার্চের ডেটা সংরক্ষিত থাকবে। কিন্তু এখানে ডেভেলপাররা প্রবেশ করতে পারবে না। এই ডিভাইসগুলোতে কিছু বিশেষ সিস্টেম যুক্ত করা হয়েছে যেন গবেষকরা সহজেই বাগ খুঁজে বের করতে পারেন।

তবে এই ডিভাইসগুলোতে গবেষকদের স্বাধীনতা থাকলেও তারা অ্যাপেলের অভ্যন্তরীণ ডেভেলপার সেকশনে প্রবেশ করতে পারবে না।

প্রসঙ্গত বাগ বাউন্টি প্রোগ্রাম হচ্ছে, বিভিন্ন প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানগুলো তাদের সিস্টেমের ত্রুটি খুঁজে বের করার একটি সংস্থা। যেখানে ডেভেলপাররা তাদের সিস্টেমে ত্রুটি খুঁজে বের করে দিলে তাদেরকে সম্মানী দেওয়া হয়।

সূত্র: দ্য ভার্জ