যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় কর্মকাণ্ডে হুয়াওয়ে পণ্যে নিষেধাজ্ঞা

  • টেক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রাষ্ট্রীয় কর্মকাণ্ডে হুয়াওয়ে পণ্যে নিষেধাজ্ঞা , ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় কর্মকাণ্ডে হুয়াওয়ে পণ্যে নিষেধাজ্ঞা , ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকাণ্ডে হুয়াওয়েসহ বেশকিছু চীনা প্রতিষ্ঠানের যন্ত্রাংশ ব্যবহার না করার নতুন একটি রুল জারি করেছে। সম্প্রতি দুই দেশের মধ্যে ঘটে যাওয়া একের পর এক ঘটনা ইঙ্গিত দিচ্ছে ভবিষ্যৎ বাণিজ্য যুদ্ধের। যা এখন আরও চরমে উঠতে পারে।

বুধবার  (৭ আগস্ট) মার্কিন প্রশাসনের জারি করা নতুন রুলে বলা হয়, যুক্তরাষ্ট্রের ফেডারেল এজেন্সিগুলো টেলিকম অথবা প্রযুক্তি উন্নয়ন কর্মকাণ্ডে হুয়াওয়ে এবং চীনা প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানগুলো থেকে কোনো যন্ত্রাংশ কিনতে পারবে না।

বিজ্ঞাপন

এর প্রতিক্রিয়ায় হুয়াওয়ে এক বিবৃতিতে জানায়, নতুন এই বিলটি যুক্তরাষ্ট্রের যোগাযোগ ক্ষেত্রে কিভাবে নিরাপত্তা দিবে তা আমাদের জানা নেই। কিন্তু হুয়াওয়েকে যে যুক্তরাষ্ট্রের হুমকিস্বরূপ বলা হচ্ছে তার সঠিক কোনো প্রমাণ তারা দেননি। আর নতুন এই বিলটি মুক্ত বাণিজ্যের জন্য একটি বড় হুমকি।

হুয়াওয়ে বলছে, ‘যুক্তরাষ্ট্রের বিপক্ষে তারা আইনি ভাবে লড়বে। তাদের আরোপিত নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করবে। কারণ যুক্তরাষ্ট্র এর মাধ্যমে সাংবিধানিক বহির্ভূত কাজ করছে।’

বিজ্ঞাপন

বিশ্লেষকরা বলছেন, বিশ্বের অন্যতম দুই ক্ষমতাধর দেশের বাণিজ্য যুক্ত বৈশ্বিক অর্থনীতিতেও বিরূপ প্রভাব ফেলবে।

সূত্র: গ্যাজেটস নাও