উইন্ডোজ-৭ সিকিউরিটি প্যাচ সুবিধা হারানোর আগেই উইন্ডোজ-১০ এ শিফট করুন

  • টেক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

উইন্ডোজ-৭/উইন্ডোজ-১০, ছবি: সংগৃহীত

উইন্ডোজ-৭/উইন্ডোজ-১০, ছবি: সংগৃহীত

সম্প্রতি মাইক্রোসফটের উইন্ডোজ-৭ অপারেটিং সিস্টেমে সিকিউরিটি আপডেট ফিচার বন্ধ করে দিয়েছে।

গত জুলাই মাসে বিশ্বব্যাপী উইন্ডোজ-৭ ব্যবহারকারীরা সবচেয়ে বড় সমস্যায় পড়েছিলেন। তখন পিসি মার্কেটে উইন্ডোজ-৭ এর ইউজার ৩১.৮ শতাংশ থেকে ৩.৬ শতাংশে নেমে যায়। অন্যদিকে উইন্ডোজ-১০ এর ইউজার ৩.১ শতাংশ থেকে বেড়ে ৪৮.৯ শতাংশ দাঁড়ায়।

বিজ্ঞাপন

টেক রাডারের এক প্রতিবেদনে বলা হয়, এই সমস্যা দেখা দেওয়ার পরে উইন্ডোজ-৭ ব্যবহারকারীরা দ্রুত তাদের সিস্টেম আপডেট করে উইন্ডোজ-১০ এ শিফট করছেন।

যদিও মাইক্রোসফট ২০১৫ সালের জানুয়ারি মাসে উইন্ডোজ-৭ এ মেইনস্ট্রিম সাপোর্ট দেওয়া বন্ধ করে দেয়। সর্বশেষ ২০১৯ সালের জানুয়ারি মাসে মাইক্রোসফট সিধান্ত নেয় যে ২০২০ সালে মাইক্রোসফট সম্পূর্ণভাবে উইন্ডোজ-৭ এ ফ্রি সিউকিউরিটি প্যাচ বন্ধ করে দেবে।

তাই বিশ্লেষকরা বলছেন, সিকিউরিটি প্যাচ সুবিধা হারানো আগেই সকল উইন্ডোজ-৭ ব্যবহারকারীদের উচিত উইন্ডোজ-১০ এ শিফট করা।

সূত্র: হিন্দুস্তান টাইমস