পুরোপুরি মেটেনি ফেসবুকসহ অন্য সোশ্যাল মিডিয়াগুলোর ঝামেলা
বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় ফেসবুক ব্যবহারে সমস্যায় পড়েছেন ব্যবহারকারীরা। এর মধ্যে ফেসবুকের আওতাধীন ফটো শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম এবং প্রাইভেট মেসেজিং হোয়াটসঅ্যাপেও সমস্যা দেখা দিয়েছে।
দ্যা ভার্জের প্রতিবেদনে বলা হয়, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার জুড়ে দিনব্যাপী বিপর্যয়ের পরে সমাধান করেছে ফেসবুক।
সম্প্রতি ফেসবুক কর্তৃপক্ষ অফিশিয়াল টুটার অ্যাকাউন্ট থেকে জানায়, সমস্যাটি ইতোমধ্যে সমাধান করা হয়েছে এবং সবাই যেন নির্বিঘ্নে এসব প্ল্যাটফর্মের সব ফিচার ব্যবহার করতে পারেন তা নিশ্চিত করবে। ফেসবুকে প্রযুক্তিগত ত্রুটির কারণেই এমনটা হয়েছে। এজন্য তারা দুঃখ প্রকাশ করেছে।
Earlier today, some people and businesses experienced trouble uploading or sending images, videos and other files on our apps. The issue has since been resolved and we should be back at 100% for everyone. We're sorry for any inconvenience.
বিজ্ঞাপন— Facebook Business (@FBBusiness) July 3, 2019
একইভাবে ইনস্টাগ্রামের টুইটার অ্যাকাউন্ট থেকে বলা হয়, ‘আমরা ফিরে এসেছি। নির্বিঘ্নে ইনস্টগ্রাম ব্যবহার শতভাগ নিশ্চিত করব।’
ডাউন ডিটেক্টরের মতে, ফেসবুক সিস্টেমে ত্রুটির কারণে ফেসবুকসহ অন্যান্য মাধ্যমগুলো একটু ধীর হয়ে যায়। ফেসবুক এবং ইনস্টাগ্রামে কিছু কিছু ছবি দেখাচ্ছে না। এছাড়া মেসেঞ্জার ব্যবহারেও কিছুটা ধীর গতি রয়েছে।
বুধবার (৬জুলাই) দেশে-বিদেশে সন্ধ্যার পর থেকে ফেসবুকের যোগাযোগ, ছবি আদান-প্রদান এবং শেয়ার করতে সমস্যা দেখা দিয়েছে।
সূত্র: দ্যা ভার্জ