ইনস্টাগ্রামে গানের কথা ভাসবে স্টিকারে

  • টেক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গান শোনার সময় গানের কথার সঙ্গে সুর মেলান না এমন মানুষ খুব কমই আছে। আর এখন অনলাইনে গানের কথা বা লিরিকসহ ভিডিও পাওয়া যায়।

তবে এখন থেকে তেমনি এক অভিনব লিরিক স্টিকার ফিচার চালু করবে জনপ্রিয় ফটো শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কথোপকথন লেখার থেকেও বেশি জনপ্রিয়তা লাভ করেছে এই স্টিকার মেসেজিং ফিচার।

তাই ইনস্টাগ্রামে এই নতুন ফিচারটিতে এখন থেকে শেয়ার করা স্টোরির ব্যাকগ্রাউন্ডে যে গানটি বাজবে, সে গানের লিরিক বা কথা স্টিকারে ভেসে উঠবে।

বিজ্ঞাপন

প্রযুক্তি সংবাদ মাধ্যম দ্যা ভার্জের প্রতিবেদনে বলা হয়, নতুন এই ফিচারের কাজ এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারও গত এপ্রিল মাসে এই ফিচার নিয়ে পূর্ব পরিকল্পনা করেছে।

২০১৮ সালে এই ফটো শেয়ারিং অ্যাপটি তাদের প্লাটফর্মে মিউজিক স্টোরি শেয়ার ফিচার নিয়ে আসে। যেখানে ব্যবহারকারীরা তাদের শেয়ার করা ছবি এবং ভিডিওতে মিউজিক যুক্ত করতে পারে।

এর আগে গত ডিসেম্বরে ইনস্টাগ্রাম এই মিউজিক ফিচারকে আরো ব্যবহার উপযোগী করে তুলতে ব্যবহারকারীদের লাইভ ভিডিওতে কাউন্ট ডাউন এবং জিজ্ঞাসামূলক স্টিকারসহ গানের সঙ্গে প্রশ্ন করলে তার প্রতিক্রিয়া জানানোর ফিচারও চালু করেছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস