আবারো খবর পড়লো নারী রোবট

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

আর্টিফিশিয়াল ইন্টিলিজিন্সের ব্যবহার দিন দিন বাড়ছে। আর তার প্রভাব পড়ছে প্রায় সব খাতেই। এরই ধারাবাহিকতায় গত বছর সরাসরি খবর পড়েছিলেন কে নারী রোবট। এবারো আবার  একই চ্যানেল সিনহুয়ায় খবর পরে আলোচনায় এসেছে  এক ‘নারী’ রোবট ।

চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া টেলিভিশনে এই খবর পরে নারীর আদলে তৈরি রোবটটি। যা মানুষের মুখের অভিব্যক্তি এবং খবর পাঠের ধরন অনুকরণ করে সংবাদ উপস্থাপন করে।দেখে বোঝার উপায় নেই এখানে আসল মানুষ অনুপস্থিত । 

বিজ্ঞাপন

বার্তা সংস্থা রয়টার্স জানায় , ওই নারী রোবট মোট এক মিনিটের একটি সংবাদ পাঠ করে, যা ছিল চীনের পার্লামেন্টের বার্ষিক অধিবেশনে অংশ নিতে জনপ্রতিনিধিদের একটি দল বেইজিং আসছেন এমন খবর।

ছোট চুলের ওই নারী রোবট পরেছিল গোলাপি ব্লাউজ, কানে ছিল দুল। আর তার নাম ‘শিন শিয়াওমেং’।

তাকে তৈরি করা হয়েছে সিনহুয়ার মানব উপস্থাপক কু মেংয়ের আদলে। আর তৈরি করেছে সিনহুয়া এবং সোগৌ ইনকর্পোটেড।

মূলত কৃত্রিম বুদ্ধিমত্তাকে জোর দিয়ে কাজ শুরু করেছে সিনহুয়া। তারই ধারাবাহিকতায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।