অবৈধ মোবাইল জ্যামার ও হ্যান্ডসেটসহ গ্রেফতার ১১

  • স্টাফ করেসপন্ডেন্ট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবিঃসংগৃহিত

ছবিঃসংগৃহিত

বায়তুল মোকাররম মার্কেট থেকে অবৈধ মোবাইল ও জ্যামার সহ ৬০ লক্ষ টাকার মালামাল জব্দ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)।

বুধবার(১৯ ডিসেম্বর) গনমাধ্যমে এ তথ্য জানায় বিটিআরসি।সংস্থাটি জানায় গত ১৮ ডিসেম্বর  ঢাকার বায়তুল মোকাররম মার্কেটের ৮টি দোকানে অভিযান চালিয়ে বিদেশী বিভিন্ন ব্র্যান্ডের ২৯৩ টি অবৈধ হ্যান্ডসেট ও মোবাইল নেটওয়ার্কে প্রতবিন্ধকতা সৃষ্টিকারী (নেটওয়ার্ক জ্যামার) ১৫ টি জ্যামার উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বিটিআরসি’র স্পেকট্রাম বিভাগের পরিচালক লেঃ কর্ণেল মোঃ আমিনুল হক এবং র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সারোয়ার আলমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিদেশ থেকে বিটিআরসি’র অনুমোদন ব্যতীত অবৈধভাবে আমদানীকৃত বিভিন্ন বিদেশী ব্যান্ডের মোবাইল হ্যান্ডসেট যেমন: MI Redmi Note 5, MI Redmi 6A, MI Redmi S2, MI Redmi Note 6 Pro, Pocophone F1, Zenfone Max Pro, MI A2 জব্দ করা হয়েছে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Dec/19/1545213226347.jpg

ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে ০৮ টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআই, ভোক্তা অধিকার এবং ভ্রাম্যমান আদালত আইনের মাধ্যমে ১০ টি মামলা দায়ের করা হয়েছে এবং উক্ত প্রতিষ্ঠানসমূহের ২ ব্যক্তিকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।এসময় অবৈধ এসব কার্যক্রমের সাথে জড়িত থাকায় ১১ ব্যক্তিকে গ্রেফতার করে র‍্যাব

র‌্যাবের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত ২ জনকে ১ বছর মেয়াদে, ১ জনকে ৬ মাস মেয়াদে, ৬ জনকে ১ মাস মেয়াদে এবং ২ জনকে ১৫ দিন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।