আগামীকাল পালিত হবে ডিজিটাল বাংলাদেশ দিবস

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাতীয় তথ্যপ্রযুক্তি দিবসকে ডিজিটাল বাংলাদেশ নামকরণ করার পর প্রথমবারের মতো তা উদযাপন করা হবে আগামীকাল বুধবার(১২ ডিসেম্বর)  ।

এ উপলক্ষ্যে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদযাপন করবে সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগ।

বিজ্ঞাপন

বিআইসিসিতে দিনব্যাপী আয়োজনে থাকবে গ্রাফিক্যাল প্রদর্শনী, রোবো-ওয়ার, থিম সং পরিবেশন, লোগো উন্মোচন, ইনোভেশন শোকেসিং, ইন্টারেক্টিভ পাজল গেইম, ইন্টারেক্টিভ স্ক্রিন এবং সম্মাননা স্মারক প্রদান।

তথ্যপ্রযুক্তি বিভাগের সচিব জুয়েনা আজিজের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি থাকবেন সদ্য বিদায়ী বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের  মন্ত্রী মোস্তাফা জব্বার, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার । 

অনুষ্ঠানে অংশ নিতে নিবন্ধন করতে হবে এই ঠিকানায়