রিফাত হত্যাকাণ্ড

নয়নের ‘স্পেশাল রুমে’ বসত মাদকের আসর

  • মনি আচার্য্য ও শাহারিয়ার হাসান, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

সাব্বির আহমেদ নয়নের স্পেশাল রুম/ ছবি: বার্তা২৪

সাব্বির আহমেদ নয়নের স্পেশাল রুম/ ছবি: বার্তা২৪

বরগুনা থেকে: রিফাতকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যাকাণ্ডের মূলহোতা সাব্বির আহমেদ নয়ন ওরফে নয়ন বন্ড শুধু একজন মাদক ব্যবসায়ীই নয়, ছিলেন চরম পর্যায়ের মাদকাসক্ত। প্রতিদিনই তার ‘স্পেশাল রুমে’ বসত মাদকের আসর।

এই মাদকের আসর থাকতো গাঁজা, মদ, হিরোইন ও ইয়াবা। যখন যেই মাদক গ্রহণ করতে ইচ্ছা হতো নয়নের সেই দিনই চলত সেই মাদকের আসর। এই আসরে নয়ন শুধু একা নন, ছিল তার ০০৭ সন্ত্রাসী গ্রুপের সদস্যরাও। আর এসব অভিযোগের প্রমাণও মিলে নয়নের স্পেশাল রুমে গেলে।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jun/29/1561828056951.jpg

নয়নের বাড়িতে সরেজমিনে দেখা যায়, বাড়িটিতে দুইটি পাকা ভবন রয়েছে। এর মধ্যে একটি সাদা অন্যটি, সবুজ রংয়ের। সাদা রংয়ের ঘরটিতে তিনটি কক্ষ, এর মধ্যে একটি নয়নের মাদক আসরের ‘স্পেশাল রুম’। আর সবুজ রংয়ের ঘরটিতে ছিল চারটি কক্ষ। যার একটিতে থাকতেন নয়নের মা। যদিও এখন নয়নের বাড়িতে কেউ নেই। সব কিছু এলোমেলো ও ঘর দুইটিতে ভুতুড়ে পরিবেশ বিরাজ করছে।

বিজ্ঞাপন

আরও দেখা গেছে, ঘটনার পরদিন কে বা কারা নয়নদের দুই ঘরের সব আসবাবপত্র ভেঙে ছড়িয়ে ছিটিয়ে রেখে যায়। তবে নয়নের স্পেশাল রুমটিতে গেলে দেখা যায়, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিশেষ মাদক গ্রহণের নানা উপকরণ। এর মধ্যে রয়েছে সিরিঞ্জ, মাথায় সুই লাগানো লাইটার ও ফুয়েল পেপার। পুলিশ সূত্রে জানা গেছে, এসব উপকরণ মাদকসেবীরা ইয়াবা সেবনের ক্ষেত্রে ব্যবহার করে থাকে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jun/29/1561828087170.jpg

স্থানীয়দের দেওয়া তথ্যমতে, বাড়িটির একটু অদূরে নয়নের ইয়াবা সেবনের একটি স্পেশাল জায়গার সন্ধান পাওয়া যায়। যেখানে বসে নয়ন দিনের বেলায় ইয়াবা সেবন করতেন। ঐ স্পেশাল জায়গাটিতে ইয়াবা ট্যাবলেট সেবনে ব্যবহৃত ফুয়েল পেপার পড়ে থাকতে দেখা যায়।

শনিবার (২৯ জুন) বরগুনা সরকারি কলেজের পাশে নয়নের বাড়িতে সরজমিনে ঘুরে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক নয়নের কয়েকজন প্রতিবেশীর সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি রাতে নয়নের স্পেশাল রুমে চলত মাদক সেবনের আসর। যেই আসরে নয়নের সন্ত্রাসী গ্রুপ ০০৭ এর সদস্যরা ছাড়াও আশেপাশের এলাকার সকল সন্ত্রাসীরা এসে হাজির হতো। আসর চলত রাতব্যাপী।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jun/29/1561828099779.jpg

এ বিষয়ে নয়নের বাড়ির পূর্ব পাশে ভাড়ায় থাকা একজন স্কুল শিক্ষক নাম প্রকাশ না বলার শর্তে বার্তা২৪.কম-কে বলেন, ‘নয়ন তার স্পেশাল রুমে ইয়াবা সেবন থেকে শুরু সব মাদকই সেবন করত। রুমটির পাশ দিয়ে রাতে হেঁটে গেলে সব সময় গাঁজার গন্ধ পাওয়া যেতে। যখনই তার বাসায় লোকজন আসতো সে দরজা বন্ধ করে দিত।’

নাম প্রকাশ না করার শর্তে নয়নের এক প্রতিবেশী নারী বার্তা২৪.কম-কে বলেন, ‘সে যে শুধু নেশা করত, তা না। তার বাসায় খারপ মেয়েদের আনাগোনা ছিল। এছাড়া বিভিন্ন সময় শুনেছি সাঙ্গপাঙ্গরা কলেজের ছাত্রদের কাছ থেকে ছিনতাই করে মালামাল স্পেশাল রুমে জমা করত। পরে এসব জিনিসপত্র এখান থেকে নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করতো নয়ন।’