বরিশাল লঞ্চঘাট থেকে বাস টার্মিনালে ফ্রি বাস সার্ভিস

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

বৃহস্পতিবার থেকে কোরবানির পূর্ব পর্যন্ত চলবে এই ফ্রি বাস সার্ভিস/ ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার থেকে কোরবানির পূর্ব পর্যন্ত চলবে এই ফ্রি বাস সার্ভিস/ ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আযহা সামনে রেখে বরিশাল নগরীতে শুরু হয়েছে বিনামূল্যে বাস সেবা (ফ্রি বাস সার্ভিস)। কোরবানির পূর্ব পর্যন্ত ঢাকা থেকে বরিশালে আসা লঞ্চযাত্রীদের নির্বিঘ্নে যাতায়াতের জন্য ভাড়া টাকা ছাড়াই ঐ সার্ভিস চালু করেছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)।

নগরীর লঞ্চঘাট থেকে রুপাতলি ও নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল পর্যন্ত এ সার্ভিসের আওতায় থাকবে বলে জানিয়েছেন বিসিসির মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে বিসিসির নগরভবন মিলনায়তনে কোরবানি উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলার কমিটির মতবিনিময় সভায় ঐ সার্ভিসের ঘোষণা দেন তিনি।

এ সময় মেয়র বলেন, ‘আসন্ন কোরবানি ঘিরে গোটা বরিশাল নগরী নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি জানান, পরিবারের সাথে কোরবানি আনন্দ উপভোগ করতে ঢাকা থেকে বরিশালে আসা সকল লঞ্চযাত্রীদের নির্বিঘ্নে যাতায়াতের জন্য নগরীতে ফ্রি বাস চলাচলের জন্য উদ্যোগ নিয়েছে বিসিসি। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই সার্ভিস চলবে কোরবানির পূর্ব পর্যন্ত।