রাজশাহী সিটি করপোরেশনের ৫৪৭ কোটি টাকার বাজেট

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী
  • |
  • Font increase
  • Font Decrease

রাসিকের বাজেট ঘোষণা করেন মেয়র খায়রুজ্জামান লিটন, ছবি: বার্তা২৪

রাসিকের বাজেট ঘোষণা করেন মেয়র খায়রুজ্জামান লিটন, ছবি: বার্তা২৪

২০১৯-২০ অর্থবছরে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) জন্য ৫৪৭ কোটি ১৮ লাখ ১২ হাজার ২৭৪ টাকা ৬৬ পয়সার বাজেট ঘোষণা করা হয়েছে। যা গত বছরের তুলনায় প্রায় ২০৫ কোটি টাকা কম। ২০১৮-১৯ অর্থবছরে রাসিকের বাজেট ছিল ৭৫২ কোটি ৩৭ লাখ ৮১ হাজার টাকা।

রোববার (৩০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে নগর ভবনে সংবাদ সম্মেলনে সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এ বাজেট ঘোষণা করেন। বাজেটে আয় ও ব্যয় সমান ধরা হয়েছে।

বিজ্ঞাপন

গত বছরের তুলনায় বাজেটের আকার ছোট হওয়া বিষয়ে মেয়র বলেন, ‘জনগণকে দেখিয়ে শুধু বাজেট দিলেই হবে না। তা যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। বাজেট দিয়ে বাস্তবায়ন করতে না পারাটা অপমানের। তাই এবার যতটুকু বাস্তবায়ন সম্ভব, ততটুকুই ঘোষণা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এবার বাজেটে নতুন কোনো করারোপ করা হয়নি। এটি একটি উন্নয়নমুখী বাজেট। বাজেটে শহরের সড়ক ও বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে গুরুত্বারোপ করা হয়েছে। এছাড়া অবকাঠামো উন্নয়ন এবং এগুলোর রক্ষণাবেক্ষণে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। ডেঙ্গু ও পানিবাহিত রোগ প্রতিরোধেও দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব।’

সুনির্দিষ্ট আটটি কর্মকৌশল সামনে রেখে বাজেট দেওয়া হয়েছে জানিয়ে মেয়র লিটন বলেন, ‘বাজেট পরিকল্পিত নগর উন্নয়ন, উন্নত বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়ন, জনস্বাস্থ্য, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ব্যবস্থাপনা, কর্মক্ষমতার উন্নয়ন, রাজস্ব ব্যবস্থাপনার আধুনিকায়ন, কাজে গতি এনে নাগরিক সেবার মান বৃদ্ধি, দাফতরিক কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদীহিতা এবং আর্থিক ও সম্পদ ব্যবস্থাপনার উন্নয়ন ঘটাবে।’

সংবাদ সম্মেলনে রাজশাহীকে ঘিরে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন তার বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন। এ সময় রাসিকের প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবুসহ অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সদস্য এবং অন্যান্য কাউন্সিলর ও সংরক্ষিত নারী ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।