পুঠিয়ায় আনসার আল ইসলামের ৫ সদস্যকে আটক করেছে র‌্যাব

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী
  • |
  • Font increase
  • Font Decrease

গ্রেফতারের প্রতীকী ছবি

গ্রেফতারের প্রতীকী ছবি

রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত আনসার আল ইসলামের পাঁচ সদস্যকে আটক করেছে র‌্যাব। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দু’টি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, ২৪টি বোমা ও জিহাদি বইপত্র উদ্ধার করা হয়েছে।

রোববার (৩০ জুন) সকালে র‌্যাব-৫ এর অধিনায়ক মো. মাহফুজুর রহমান বার্তা২৪.কম-কে এ তথ্য নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন- আনিসুর রহমান ওরফে সাদ্দাম, আফরোজা বেগম, আবু তালহা, রুহুল আমিন ও মামুন অর রশীদ।

বিজ্ঞাপন

র‌্যাব-৫ এর অধিনায়ক মাহফুজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ৫ এর একটি অভিযানিক দল শনিবার রাতে পুঠিয়া উপজেলার বেলপুকুর এলাকায় অভিযান চালায়। সেখানে একটি বাড়িতে তারা বৈঠক করছিলেন। সেসময় তাদেরকে আটক করা হয়। তাদের প্রত্যেকের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তারা পলাতক ছিলেন।

বিকালে সংবাদ সম্মেলন করে আনসার আল ইসলামের পাঁচ সদস্যের আটক বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‌্যাব কর্মকর্তা মাহফুজুর রহমান।