জমিজমা বিরোধের জেরে খুলনায় বৃদ্ধ খুন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, খুলনা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

খুলনায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নজরুল ইসলাম (৬০) নামের এক বৃদ্ধ খুন হয়েছেন।

শনিবার (১৫ জুন) সকাল সাড়ে ৮টার দিকে খুলনার কয়রা উপজেলার ফতেকাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম স্থানীয় ফতেকাটি গ্রামের মৃত কাশেম সানার ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবত নিহত নজরুলের সঙ্গে তার চাচাতো ভাই দবির উদ্দিনের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। সেই সূত্র ধরে সকালে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে দবির গ্রুপের হামলায় নজরুল গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস বার্তা২৪.কম-কে বলেন, 'নজরুলের সঙ্গে তার চাচাতো ভাই দবির উদ্দিনের জমির সীমানা দেওয়া নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে সকালে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে দবির তাকে জাপটে ধরে এবং তার ছেলে নজরুলকে কিলঘুষি মারে। এতে নজরুল মাটিতে লুটিয়ে পড়েন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।' এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।