জাপান-বাংলাদেশ ২৫০ কোটি ডলারের সহায়তা চুক্তি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে তার কার্যালয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছবি: পিআইডি

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে তার কার্যালয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছবি: পিআইডি

পাঁচটি উন্নয়ন প্রকল্পে অর্থায়নের জন্য জাপানের সঙ্গে আড়াইশ’ কোটি ডলারের উন্নয়ন সহায়তা চুক্তি করেছে বাংলাদেশ সরকার।

বুধবার (২৮ মে) টোকিওতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের উপস্থিতিতে এই চুক্তি হয়।

বিজ্ঞাপন

জানা গেছে, বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত হিরোইয়াসু ইজুমি ও ইআরডি সচিব মনোয়ার আহমেদ চুক্তিতে সই করেন।

পাঁচটি উন্নয়ন প্রকল্প হলো:

ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-১), সরাসরি বিদেশি বিনিয়োগ সহায়ক প্রকল্প (২), মাতারবাড়ী সমুদ্র বন্দর উন্নয়ন প্রকল্প (১), জ্বালানি দক্ষতা ও সুরক্ষা সহায়ক প্রকল্প (পর্যায়-২) ও মাতারবাড়ী আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লা বিদ্যুৎকেন্দ্র প্রকল্প (৫)।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে তাকে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়। কার্যালয়ে জাপানের প্রধানমন্ত্রী শিনজে আবের সঙ্গে দ্বীপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।