ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মেয়রের আশ্বাসে শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বরিশাল, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ছবি: বার্তা২৪

শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ছবি: বার্তা২৪

বরিশালে সড়ক দুর্ঘটনায় সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় শিক্ষার্থীরা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখে। তবে বরিশাল সিটি করপোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ'র আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেছে।

শনিবার (২৩ মার্চ) বেলা ১২টায় বরিশাল সিটি মেয়র সুষ্ঠু বিচারের আশ্বাসে এ অবরোধ প্রত্যাহার করে শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

এদিকে অবরোধ প্রত্যাহার করায় নথু্ল্লাবাদ বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটের বাস চলাচল শুরু হয়েছে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Mar/23/1553327265486.jpg

এর আগে ঘাতক বাস চালক জলিলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে নিহতের সহপাঠীরা। ওই সময় কিছু সময়ের জন্য নথু্ল্লাবাদ বাস টার্মিনাল অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটের বাস চলাচল বন্ধ থাকে।

সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, 'শিক্ষার্থীদের দাবিগুলো শুনেছি। রোববার উপজেলা নির্বাচন হওয়ায়, সোমবার শিক্ষার্থীদের প্রতিনিধি, বাস সংগঠনের প্রতিনিধি, প্রশাসনের প্রতিনিধিদের নিয়ে বসে বিষয়টি সমাধান করা হবে। শিক্ষার্থীরা সেই আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে ক্যাম্পাসে ফিরে গেছে।'

উল্লেখ্য, শুক্রবার (২২ মার্চ) সকালে বরিশাল-বানারীপাড়া সড়কে গড়িয়ার পাড়ের তেঁতুলতলা এলাকায় বাস ও মাহেন্দ্রর সংঘর্ষে সাতজন নিহত হয়। এ ঘটনায় আহত শিশুসহ চারজন চিকিৎসাধীন রয়েছেন।