শাহজালালে পেটের ভেতরে ইয়াবা, ২ যাত্রী আটক

  • স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আটক হওয়া দুই ব্যক্তি, ছবি: বার্তা২৪

আটক হওয়া দুই ব্যক্তি, ছবি: বার্তা২৪

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ হাজার পিস ইয়াবাসহ ২ যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গন থেকে তাদের আটক করা হয়। বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন।

বিজ্ঞাপন

আলমগীর হোসেন বলেন, ‘সকাল ১১ টা ৫০ মিনিটে মামুন মল্লিক (৩১) এবং  জাবুল শেখ (৩০) নামের ২ যাত্রী নভোএয়ার যোগে কক্সবাজার থেকে ঢাকায় আসে।

গোপন সংবাদের ভিত্তিতে তাদের বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গন থেকে আটক করা হয়। পরবর্তিতে তাদের পাকস্থলি এক্সরে করে মামুন মল্লিকের পেটে ২ হাজার পিস এবং জাবুল শেখের পেটে ১ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

আর্মড পুলিশের এই কর্মকর্তা বলেন,  ইয়াবার মূল্য ৯ লাখ টাকা বলে জানা গেছে। তাদের ২ জনের বাড়িই পিরোজপুরের নাজিরপুরে।

তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।