ভ্রাম্যমাণ আদালত

ফার্মেসি ও হোটেলকে ৭০ হাজার টাকা জরিমানা

  • স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আদালতের প্রতীকী ছবি

আদালতের প্রতীকী ছবি

রাজধানীর হাতিরঝিল এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ ও অস্বাস্থ্যকর খাদ্য তৈরির অপরাধে ৩টি ফার্মেসি এবং অস্বাস্থ্যকর খাবারের জন্য একটি হোটেলকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার অধিদফতর।

সোমবার (১৮ মার্চ) হাতিরঝিলের মধুবাগসহ অন্যান্য এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল জাব্বার মন্ডলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

বিজ্ঞাপন

অভিযানে, মধুবাগ এলাকায় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে আল আমিন ফার্মেসিকে ১৫ হাজার টাকা, ফাতেমা ফার্মাকে ১৫ হাজার টাকা এবং মগবাজার ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন ও প্রক্রিয়াকরণের অপরাধে সানমুন হোটেল এন্ড রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।