শ্রীলঙ্কা-বাংলাদেশের দুর্নীতি সংক্রান্ত দ্বিপাক্ষিক বৈঠক

  • স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শ্রীলঙ্কায় দ্বিপাক্ষিক বৈঠকে দুদক চেয়ারম্যান, ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কায় দ্বিপাক্ষিক বৈঠকে দুদক চেয়ারম্যান, ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার ঘুষ-দুর্নীতি সংক্রান্ত অভিযোগ তদন্ত কমিশনের সাথে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মার্চ) শ্রীলঙ্কায় এই দ্বিপাক্ষিক বৈঠকের আয়োজন করে হয়েছে। দেশটির রাষ্ট্রপতি মাইথ্রিপালা সিরিসেনা অনুষ্ঠানটি উদ্বোধন করেন। পরে সংস্থাটির জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত এক অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠান শেষে আয়োজিত বৈঠকে শ্রীলঙ্কার দুর্নীতি তদন্ত কমিশনের সাথে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের সমঝোতা স্মারকের খসড়া উপস্থাপন করেন। এ সময় তিনি দুদকের ২০১৭ সালের বার্ষিক প্রতিবেদন, ক্রেস্ট শ্রীলঙ্কার দুর্নীতি তদন্ত কমিশনের নিকট হস্তান্তর করেন।