সাতক্ষীরায় নানা আয়োজনে বড়দিন উদযাপন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,সাতক্ষীরা,বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

নানা আয়োজনের মাধ্যমে সাতক্ষীরায় পালিত হয়েছে খ্রীস্টান সম্প্রদায়ের যিশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন)।

দিবসটি উদযাপন উপলক্ষে সোমবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ০১ মিনিটে শহরতলীর পারকুকরালী সানতলা পবিত্র পরিবারের গির্জা (তীর্থস্থান) ও চালতেতলা কবরস্থান সংলগ্ন ক্যাথেলিক মিশনে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

আলোক সজ্জায় সজ্জিত করা হয় গির্জা ও মিশন প্রাঙ্গন। বিশেষ প্রার্থনা শেষে কেক কাটা হয়। এরপর রাত ৩টা পর্যন্ত চলে নগর কীর্তন।

বড় দিনের মাহাত্ম্য তুলে ধরে উপস্থিত খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যরা বলেন, ভগবান যিশু শুধু খ্রিস্টান সম্প্রদায়ের জন্য নয়, তিনি সকল ধর্মের মানুষের কল্যাণে কাজ করে গেছেন।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এদিকে কলারোয়া উপজেলার কয়লা, কালিগঞ্জ উপজেলার চাঁচাই, তালা উপজেলার লক্ষণপুরসহ বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মধ্য দিয়ে বড়দিন পালিত হয়েছে।