শান্তিরক্ষা কার্যক্রমের সংস্কারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি: জাতিসংঘে প্রধানমন্ত্রী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জাতিসংঘ কার্যালয়ে সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা/ ছবি: ফোকাস বাংলা

জাতিসংঘ কার্যালয়ে সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা/ ছবি: ফোকাস বাংলা

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের সংস্কারের ওপর বাংলাদেশ সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের উদ্যোগে অ্যাকশন ফর পিসকিপিং (এফোরপি) এর ওপর একটি উচ্চ পর্যায়ের বৈঠকে শেখ হাসিনা এসব কথা বলেন। 

স্থানীয় সময় মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতিসংঘ সদর দফতরের ট্রাস্টিশিপ কাউন্সিল চেম্বারে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

শেখ হাসিনা বলেন, ‘আমাদের অবশ্যই জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের মর্যাদা সমুন্নত রাখার প্রতি ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে হবে।’

শান্তিরক্ষাকে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকার দেওয়া হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এই বাহিনীতে সেনা ও পুলিশ সদস্য পাঠানোর দিক থেকে অন্যতম শীর্ষ অবদানকারী দেশ হিসেবে বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের সংস্কারের প্রতি অত্যন্ত গুরুত্ব দিচ্ছে।’

তিনি আরও বলেন, ‘জাতিসংঘ শান্তিরক্ষা একটি বৈশ্বিক জনকল্যাণমুখী সেবা। এই বাহিনীর মর্যাদা ধরে রাখতে আমাদের সকলকে অবশ্যই একটি ইতিবাচক চিন্তাধারা নিয়ে কাজ করে যেতে হবে। এটা অনেকের জীবনে আশার আলো জ্বালিয়েছে।’ সূত্র: বাসস