বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিবহনে নতুন ২ বাস

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিবহনে নতুন ২ বাস। ছবি: বার্তা২৪.কম

বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিবহনে নতুন ২ বাস। ছবি: বার্তা২৪.কম

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে যুক্ত হয়েছে আধুনিক মডেলের ২টি বাস।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সকালে ফিতা কেটে বাসের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক।

বিজ্ঞাপন

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, চেয়ারম্যান, প্রভোস্ট, পরিচালক, দপ্তর প্রধান, পরিবহন পুলের ম্যানেজারসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে নতুন এ বাস ২টিসহ মোট বাসের সংখ্যা ৮টি। এছাড়াও ১টি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স ও ২টি মাইক্রোবাস রয়েছে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনের পাশাপাশি বিআরটিসি হতে লিজকৃত ৭টি বাসসহ সর্বমোট ১৫টি বাস শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী পরিবহনে নিয়োজিত রয়েছে।