বাংলাদেশের দাপুটে জয়

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ঢাকা: গায়ানায় বাংলাদেশ দ্বিতীয়বারের মতো হাসলো। ২০০৭ বিশ্বকাপে এ মাঠে সুপার এইটে দক্ষিণ আফ্রিকাকে ৬৭ রানে হারানোর ১১ বছর আবারও সেই গায়ানায় দুর্দান্ত বাংলাদেশকে দেখা গেলো।

রোববার (২২ জুলাই) গায়ানায় তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৪৮ রানে হারিয়েছে বাংলাদেশ। ফলে তিন ম্যাচ ওয়ানড়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল টাইগাররা।

বিজ্ঞাপন

প্রথমে ব্যাট করে ক্যারিবীয়দের ২৮০ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। তাড়া করতে নেমে ৯ উইকেটে ২৩১ রান তোলে গেইলের উইন্ডিজ।

গায়ানার ম্যাড়ম্যাড়ে উইকেটে তামিম ইকবাল সেঞ্চুরি করে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেয়। মি. খান ওয়ানডেতে নিজের ১০ম সেঞ্চুরির পথে বল খেলেছেন ১৪৬টি। যেখানে চারের মার ৮টি ও ছয় ১টি।

বিজ্ঞাপন

তামিমের মতো উইকেটের অপর প্রান্তে নির্ভার ব্যাট চালিয়ে ক্যারিয়ারের ৮ম শতকের খুব কাছে গিয়েও পারলেন না সাকিব। ব্যক্তিগত ৯৭ রানে দেভেন্দ্র বিশুর বলে ধরা পড়েন হেটমায়ারের হাতে। বাংলাদেশের জয়ের দিনে ৯৭ রানে আউট হওয়া সাকিবের অবদানও কম নয়।

পরে দুর্দান্ত বোলিংয়ে সামনে থেকে বাংলাদেশকে নেতৃত্ব দেন মাশরাফি বিন মুর্তজা। ১০ ওভারে ১ মেডেন দিয়ে ৩৭ রানে ৪ উইকেট নেন দিনি। মাশরাফিকে সমর্থন দিতে এগিয়ে এসেছেন মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন ১টি করে ও মোস্তাফিজুর রহমান ২ উইকেট নেন।

সিরিজের পরের ম্যাচ বৃহস্পতিবার (২৬ জুলাই) বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় অনুষ্ঠিত হবে।