বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গ্রুপ পর্বের ৪২ টি খেলার ২৮ শেষ। কাগজে কলমে কোনো দলই এখনও বাদ পড়েনি,তাই প্লে অফে খেলার সুযোগ আছে সব দলের। ৮ ম্যাচের ৮ টি জিতে ইতোমধ্যেই প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে রংপুর রাইডার্স। চিটাগং কিংস ও ফরচুন বরিশাল ১০ পয়েন্ট নিয়ে রংপুরের সঙ্গী হওয়ার দৌড়ে এগিয়ে আছে। বাকি দলগুলোও টিকে আছে দেয়ালে পিঠ ঠেকিয়ে।
৮ দলের প্লে-অফ খেলার সমীকরণ-
রংপুর রাইডার্স
৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দুর্দান্ত ফর্মে থাকা নুরুল হাসান সোহানের দলটির প্লে-অফ খেলা নিশ্চিত। আর দুটি বা একটি ম্যাচ জিতলে শীর্ষ দুইয়ে থেকে প্রথম কোয়ালিফায়ারে খেলাও নিশ্চিত হয়ে যাবে রংপুরের।
চিটাগং কিংস(৮ ম্যাচে ১০ পয়েন্ট)
শীর্ষ দুইয়ে থাকার লড়াইয়ে বারবার ফরচুন বরিশালকে পিছনে ফেলে দিচ্ছে দলটি। ৮ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে মোহাম্মাদ মিঠুনের দলটি। ৪ ম্যাচের ২ টি জিতলেই প্লে অফের টিকিট পাবে দলটি।
ফরচুন বরিশাল
চিটাগংয়ের চেয়ে একটি ম্যাচ কম খেলা বর্তমান চ্যাম্পিয়নদের ৭ ম্যাচে ১০ পয়েন্ট। হাতে আছে আরও ৫টি ম্যাচ। এই পাঁচ ম্যাচের দুটি জিতলেই প্লে-অফ নিশ্চিত করে ফেলবে দলটি।
খুলনা টাইগার্স
৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে খুলনা পয়েন্ট টেবিলের ৪ এ আছে। খুলনার হাতেও ম্যাচ আছে পাঁচটি। এই পাঁচ ম্যাচের তিনটিতে জিতলে প্লে-অফ নিশ্চিত হবে দলটির। একটি বা দুটি ম্যাচ জিতলে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলের ওপর।
দুর্বার রাজশাহী
৯ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৫ এ আছে রাজশাহী। তাসকিন আহমেদের দল রাজশাহীর হাতে ম্যাচ আছে তিনটি, দুটিই আবার এই আসরে একমাত্র অপরাজিত দল রংপুরের বিপক্ষে। তিন ম্যাচের অন্তত দুটিতে না জিতলে বিপদেই পড়ে যাবে দলটি। তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকে।
ঢাকা ক্যাপিটালস
সিলেট স্ট্রাইকার্সকে আগের ম্যাচে হারিয়ে প্লে-অফ খেলার স্বপ্ন বাঁচালেও কাজটা খুব কঠিন চিত্রনায়ক শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালসের। ৯ ম্যাচে ঢাকার পয়েন্ট মাত্র ৪ । হাতে থাকা তিন ম্যাচের একটি হারলেই স্বপ্ন ভঙ্গ হতে পারে, তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকে।
সিলেট স্ট্রাইকার্স
ঘরের মাঠে টানা তিন ম্যাচ হারা দলটির ৮ ম্যাচে ৪ পয়েন্ট। পরশু খুলনা টাইগার্সকে হারাতে না পারলে ঢাকার মতোই হয়ে যাবে দলটির সমীকরণ। শেষ চার ম্যাচের দুটিতে জিতলেও তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকে।
বিপিএল পয়েন্ট টেবিল
দল ম্যাচ জয় হার পয়েন্ট নেট রান
রংপুর রাইডার্স ৮ ৮ ০ ১৬ +১.৫৪৪
চিটাগাং কিংস ৮ ৫ ৩ ১০ +১.২৭১
ফরচুন বরিশাল ৭ ৫ ২ ১০ +১.১০১
খুলনা টাইগার্স ৭ ৩ ৪ ৬ -০.১৭৯
দুর্বার রাজশাহী ৯ ৩ ৬ ৬ -১.৬৯৫
ঢাকা ক্যাপিটাল ৯ ২ ৭ ৪ -০.২৭৯
সিলেট স্ট্রাইকার্স ৮ ২ ৬ ৪ -১.৩৮২