উজবেকদের কাছে হারল মেয়েরা

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ অনূর্ধ্ব ২১ নারী হকি দল

বাংলাদেশ অনূর্ধ্ব ২১ নারী হকি দল

কিছুতেই জয়ের ছন্দে ফিরতে পারছে না বাংলাদেশের মেয়েরা। এয়ার এশিয়া ওমেন্স জুনিয়র এএইচএফ কাপ হকিতে চতুর্থ ম্যাচে আরও বড় ব্যবধানে হারল দল। উজবেকিস্তান ৬-০ গোলে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব ২১ নারী হকি দলকে।

শনিবার দুর্দান্ত খেলেই বাংলাদেশের মেয়েদের হারিয়েছে উজবেকরা। সিঙ্গাপুরের সেংক্যাং স্টেডিয়ামে ৩ মিনিটেই পিছিয়ে পড়ে দল। জুলফিয়াখন খাসানবোয়েভার গোলে এগিয়ে যায় উজবেকিস্তান। এরপর দলের হয়ে দ্বিতীয় গোলটিও করেন তিনি।

বিজ্ঞাপন

১৭ মিনিটে সাবিনা আদিজোভার গোলে জয় অনেকটাই নিশ্চিত হয় প্রতিপক্ষের। তারপর গুরলুখ রামাজোনোভার জোড়া ফিল্ড গোলে স্বস্তি নিয়ে মাঠ পায় উজবেকরা। শেষ গোলটি করেন শাখরিজোদা।

বিজ্ঞাপন

এর আগে টুর্নামেন্টে স্বাগতিক সিঙ্গাপুরের কাছে ০-৩ গোলে হারে মিশন শুরু হয় লাল-সবুজের প্রতিনিধিদের। এরপর শ্রীলঙ্কাকে হারিয়ে ২-০ গোলে হারিয়ে মেয়েরা পায় আন্তর্জাতিক হকিতে দেশের বাইরে প্রথম জয়। কিন্তু তারপর হংকং চায়নার কাছে ০-১ গোলে হারে মেয়েরা।

১৫ সেপ্টেম্বর টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী চাইনিজ তাইপের সঙ্গে লড়বে বাংলাদেশের মেয়েরা।

আসরের সেরা দুই দল খেলবে ২০২০ জুনিয়র এশিয়া কাপের মূল পর্বে।

বাংলাদেশ দল-
গোলরক্ষক : সুমি আক্তার ও রিয়া আক্তার স্বর্ণা।
রক্ষণভাগ : রিতু খানম, জোয়ারিয়া ফেরদৌস জয়িতা, মুক্তা খাতুন, রানি আক্তার, রিয়া মনি ও পারভিন আক্তার।
মিডফিল্ড : লিমা খাতুন, ফারদিয়া আক্তার রাত্রি, সানজিদা আক্তার সাথী, সানজিদা আক্তার মনি, মোকসেদা মুন্নী ও নাদিরা (মিডফিল্ড ও ফরোয়ার্ড)।
ফরোয়ার্ড : নমিতা কর্মকার, সাদিয়া খাতুন, তারিন আক্তার খুশি, অর্পিতা পাল ও তাসমিম আক্তার মিম।