হকি সিরিজ খেলতে ঢাকায় ভারতীয় মেয়েরা
বাংলাদেশ নারী হকি দলের সামনে নতুন চ্যালেঞ্জ। আগামী ৯ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর সিঙ্গাপুরে ওমেন্স জুনিয়র এএইচএফ কাপ। এই লড়াইয়ের আগে ঘরের মাঠে প্রস্তুতি পর্বে ভারতের সাই জাতীয় হকি একাডেমির নারী দলকে পাচ্ছে স্বাগতিকরা। প্রস্তুতি সিরিজ খেলতে সোমবার ঢাকা পা রেখেছে ভারতীয় মেয়েরা।
মঙ্গলবার বিকেল চারটায় মাঠে নেমে পড়বে দুই দল। রাজধানীর মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রস্তুতি হকি সিরিজ।
এই সিরিজকে ঘিরে সোমবার বাংলাদেশ হকি ফেডারেশনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন। যেখানে বক্তব্য রাখেন নারী হকি দলের উপদেষ্টা কোচ ড. অজয় কুমার বানসাল, সহকারী কোচ হেদায়েতুল ইসলাম রাজীব ও শহীদুল্লাহ টিটু। ছিলেন হকি ফেডারেশনের জ্যেষ্ঠ সহ সভাপতি আব্দুর রশিদ শিকদার ও নির্বাহী সদস্য বদরুল ইসলাম দিপু ও খাজা তাহের লতিফ মুন্না।
সহ সভাপতি আব্দুর রশীদ শিকদার বলেন, ‘ওমেন্স জুনিয়র এএইচএফ কাপের আগে এটি মেয়েদের প্রস্তুতি সিরিজ। এখানে খেলে বাংলাদেশের মেয়েরা ম্যাচ টেম্পারমেন্টের সঙ্গে মানিয়ে নিতে চেষ্টা করবে।’
ভারতের সাই জাতীয় হকি একাডেমির নারী দলের সঙ্গে ৬টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশের অনূর্ধ্ব ২১ নারী হকি দল।
উদ্বোধনী ম্যাচে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে উপস্থিত থাকার কথা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. জাফর উদ্দীনের।